কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে ছয় দালালের কারাদণ্ড

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- হুমায়ুন কবীর (৬২), হাবিবুর রহমান (৬০), মোঃ আব্বাস আলী (২৮), মোঃ ফারুক হোসেন (৪০), মোঃ বাহাদুর (৩৯) ও মো: বিল্লাল (২৪)। গতকাল দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম জানান, ইকুরিয়া বিআরটিএ অফিসে একটি চক্র দীর্ঘদিন দালালি করে ওই অফিসে আসা সেবা গ্রহীতাদের হয়রানি ও প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় হুমায়ুন কবীরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, হাবিবুর রহমানকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, আব্বাস আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, ফারুক হোসেনকে

২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, মোঃ বাহাদুরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং মোহাম্মদ বিল্লালকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদসহ পুলিশ সদবস্যরা। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন জানান, বিআরটিএ অফিসে আসা সেবাগ্রহীতারা দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছিল। তাই খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ছয় দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানার করা হয়েছে।