ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরে হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে তোফাজ্জল হোসেনের বাড়িতে লাশটি পাওয়া যায় বলে শ্রীপুর থানার এসআই আবু রায়হান জানান। নিহত আব্দুল মান্নান অনন্যার (২২) বাড়ি উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে।

তিনি তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মীদের বরাত দিয়ে এসআই রায়হান বলেন, গত বুধবার রাতে ঘরে অনন্যার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানসিক চাপে হিজড়া অনন্যা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত