ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে সর্বজনীন পেনশন মেলা ও কর্মশালা

রাজশাহীতে সর্বজনীন পেনশন মেলা ও কর্মশালা

রাজশাহী বিভাগীয় কমিশনার ও জাতীয়পেনশন কর্তৃপক্ষের যৌথ আয়োজনে দিনব্যাপী সর্বজনীন পেনশনবিষয়ক মেলা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরী হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া এবং সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি জানান, মেলায় সর্বমোট ১১৭ টি স্টল থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত