ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তুরাগ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

তুরাগ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে এক যুবকের ভাসমান মরদেহ পেয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। গতকাল দুপুরে নৌ-পুলিশ টঙ্গীর চুয়ারিটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, গতকাল বেলা ১১টার দিকে টঙ্গীর চুয়ারিটেক এলাকায় তুরাগ নদে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত