রাজশাহীতে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল বিকাল ৪টার নগরীর দামকুড়া মুরারীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে দুই মোটরসাইকেল আরোহী পবার দামুড়া মুরারীপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকটি চাতাল এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুটি মোটসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে বাকি তিন মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরো একজনের মৃত্যু হয়। এ বিষয়ে নগরীর দামকুড়া এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান জানান, ট্রাকটি ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।