চলতি অর্থবছরে রংপুরে ১ লাখের বেশি গবাদি পশুকে চিকিৎসা প্রদান

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

চলতি অর্থবছরে রংপুর জেলার আটটি উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৬৮টি গবাদি পশুকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে রংপুর জেলা প্রাণিসম্পদ অফিস গবাদি পশুর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া গবাদি পশুর জাত উন্নয়নের লক্ষ্যে ৬৩ হাজার ৬৬টি কৃত্রিম প্রজনন সম্পন্ন হয়েছে; যা থেকে ২৫ হাজার ২৬৪টি সংকর জাতের বাছুর উৎপাদিত হয়েছে। চলতি অর্থবছরে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে জন্য ৩২ হাজার ৩৭৮ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

রংপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এনামুল হক জানান জেলা ও উপজেলাতে পশু ডাক্তার আছে। ওই সব ডাক্তার নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

এতে করে গবাদি পশু শহর অঞ্চলে চিকিৎসাসেবা দেয়া হয়। তিনি বলেন ইউনিয়ন পর্যায়ে পশু ডাক্তারের পদায়ন করতে পারলে আরো প্রত্যন্ত এলাকার মানুষ গবাদি পশুর চিকিৎসা প্রদান করতে পরতো।

এতে করে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হতো।