ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিমান বাহিনী প্রধানের মিশর গমন

বিমান বাহিনী প্রধানের মিশর গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিনজন সফর সঙ্গীসহ সরকারি সফরে গতকাল শনিবার মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনীর কমান্ডারের আমন্ত্রণে আজ থেকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত মিশর সফর করবেন। সফর কালে তিনি কায়রোতে অবস্থিত মিশরীয় বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করবেন এবং মিশরীয় বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনী কলেজ, কম্ব্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবংবিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে আগামী ২৫ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত