প্রতিটি হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত হবে
স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুন লাগার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। একইসঙ্গে যেসব হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, সেখানে তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। গতকাল শনিবার শিশু হাসপাতাল আগুন লাগা ভবনে পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, আগুন লাগার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তবে এটা ভালো যে, কেউ আহত হয়নি, সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। যতটা দ্রুত সম্ভব ইউনিটটি চালু করা হবে। যেসব হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, সেগুলো দ্রুত কাটিয়ে উঠতে কাজ করছে সরকার। মন্ত্রী বলেন, আগুন লাগার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, শিশু হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরো তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।