নগরীর রূপাতলীতে জমি দখলের অভিযোগ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল নগরীর রূপাতলীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি এক পরিবার। গতকাল দুপুর ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কর্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঘটনাটি নগরীর রূপাতলী গ্যাস্টারবাইন পুলিশ বাড়ি সড়ক এলাকার। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি তানিয়া আক্তার। এ সময় তিনি দাবি করেন, তার প্রতিবেশী রিয়াজ ফরাজী ও বিএমপি পুলিশের ওয়ার্লেস অপারেটর এএসআই আমিনুল ইসলামণ্ডএর সাথে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দ্বন্দ্ব। এ ঘটনায় বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয় যার এমপি নং-১৪৪। পরে আদালত অভিযুক্ত রিয়াজ ফরাজী, আমিনুল ইসলাম, শহিদ ফরাজীকে ১৪৪/১৪৫ জারি অনুযায়ী সরেজমিন তাদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ জারি করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন আদালতের আদেশ অমান্য করে, এমতাবস্থায় এস আই মাইনুল তার লিখিত মতামত বাদী পক্ষের হয়ে কোর্টে জমা দেন। সে প্রেক্ষিতে আদালত ১৮৮ ধারা জারি করেন। ওই জমিতে কিছুদিন পর দালান নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তারপরে রিয়াজ ও তার দুলাভাই এ এস আই আমিনুল ইসলাম ২৪ ও ২৫ নং ওয়ার্ডের দুই কাউন্সিলরের কাছে যায়। তারা জমি মেপে যে সিদ্ধান্ত দেন তা আমরা মানলেও তারা মানেনি।