রংপুরে ৭০০ পিস ইয়াবাসহ আটক দুইজন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদকব্যবসায়ী আটক করেছে। গতকাল রোববার দুপুরে গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নেতৃত্বে এসআই (নিরস্ত্র) স্বপন কুমার রায়সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি আভিযানিক দল রংপুর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা আদি ভাই ভাই হোটেলের সামনে চলাচলের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আরিফুল ইসলাম ও মো. আনিসুর রহমানের নিকট থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।