ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে ৭০০ পিস ইয়াবাসহ আটক দুইজন

রংপুরে ৭০০ পিস ইয়াবাসহ আটক দুইজন

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদকব্যবসায়ী আটক করেছে। গতকাল রোববার দুপুরে গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নেতৃত্বে এসআই (নিরস্ত্র) স্বপন কুমার রায়সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি আভিযানিক দল রংপুর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা আদি ভাই ভাই হোটেলের সামনে চলাচলের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আরিফুল ইসলাম ও মো. আনিসুর রহমানের নিকট থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত