বিআরবি হসপিটালসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত রোববার ছিল বিআরবি হসপিটালসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাস্থ্য সেবায় দশ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালের আয়োজনে বর্ণিল এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্ভোধন ঘোষণা করেন বিআরবি হসপিটালস লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেডের সম্মানিত পরিচালক মো. শামসুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ডা. মবিন খান, অধ্যাপক ডা. আজিজুল কাহার, অধ্যাপক ডা. এমএ হাই, অধ্যাপক ডা. মো. রাশিদা বেগম, অধ্যাপক ডা. হারুন আর রশিদ, অধ্যাপক ডা. এমএ সালাম ইসলাম, অধ্যাপক ডা. এমইউ কবীর চৌধুরী, অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, দেশবরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সভাপতির দায়িত্ব পালন করেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (এল পি আর), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্টবৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।