শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন বলেছেন, ২৫ সালের মধ্যে শিশু শ্রম শূন্যের কোটায় আনা হবে। এ লক্ষ্য পূরণে ৮০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। সেই প্রকল্প চালু হলে আমাদের কর্মপরিধি আরো বাড়বে। এর মাধ্যমে আমরা লক্ষ্য পূরণে এগিয়ে যাব। প্রধানমন্ত্রী একা সব কিছু করতে পারবেন না। প্রধানমন্ত্রী পলিসি দেবেন, আমরা সবাই মিলে তা বাস্তবায়ন করব। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত শিশুশ্রম নিরসনবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সচিব মাহবুব হোসেন বলেন, বরিশালে শিশুশ্রমের হার ৭.৩ শতাংশ। জাতীয়ভাবে শিশু শ্রমের হার ৬.৮ শতাংশ। বরিশালে দরিদ্র মানুষের সংখ্যা বেশি থাকায় শিশুশ্রমের হার বেড়েছে। আজকের কর্মশালায় যে মতামত পেয়েছি, তা কাজে লাগিয়ে আরো দ্রুত গতিতে কাজ করা হবে।