বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগতে পারে
ফায়ার সার্ভিস
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুনের ঘটনাটি বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
গতকাল মঙ্গলবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ারের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আনোয়ারুল হক। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো আহত বা নিহতের খবর পাইনি।
বৈদ্যুতিক দুর্যোগের কারণে আগুন লাগতে পারে বলে আমরা ধারণা করছি। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। সবকিছু নিরূপণ করার পর আমরা বলতে পারব ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে। কি ধরনের জিনিসপত্র পুড়েছে জানতে চাইলে তিনি বলেন, কেবিনের ভেতরে এসি, চেয়ার, টেবিলসহ নানা মূল্যবান জিনিসপত্র ছিল। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছেন। এর আগে, দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগে। পরে খবর পেয়ে সদরঘাট নদীর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।