রাজশাহী কেন্দ্রীয় কারাগার
খাপড়া ওয়ার্ডে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
খাপড়া ওয়ার্ডের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য গতকাল বুধবার সকাল ৯টা ৩০ মিনিটের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরে নির্মিত শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্টির কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা নগর কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।