ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তাপপ্রবাহে বাড়বে অস্বস্তি বৃষ্টিতেও ফিরবে না স্বস্তি!

তাপপ্রবাহে বাড়বে অস্বস্তি বৃষ্টিতেও ফিরবে না স্বস্তি!

আবহাওয়া অধিদপ্তর বলছে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহে পুড়ছে দেশের ৪৫ জেলা। যা অব্যাহত থাকবে আরও কিছুদিন। দেশে চলমান মৃদু থেকে তীব্র এই তাপপ্রবাহে জলীয় বাষ্পের আধিক্য থাকায় এ সময় বাড়বে অস্বস্তি। সংস্থাটির তথ্যানুযায়ী, আগামী তিন দিনে তাপমাত্রা খুব একটা বাড়বে না। এতে গরমও কমবে না। তবে তাপপ্রবাহের পর একটু একটু করে বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ২৯ তারিখ থেকেই সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে।

তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে আগামী মাসের শুরুতে মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন হিট অ্যালার্ট (সতর্কবার্তা) জারি করেছে আবহাওয়া বিভাগ। সংস্থাটি আশা করছে- চলতি সপ্তাহের শেষ থেকেই উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। যদিও চলতি সপ্তাহের শেষের দিকের এই বৃষ্টিতে তাপমাত্রা কতটা কমে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। কারণ হিসেবে তারা বলছেন- পূর্বাঞ্চল থেকে বৃষ্টি শুরু হলে তা খুব একটা গরম কমায় না। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, বৃষ্টিপাত পশ্চিমাঞ্চল থেকে শুরু হলে দ্রুত আবহাওয়া ঠান্ডা হতে শুরু করে। কিন্তু এবার বৃষ্টিপাত শুরু হতে পারে সিলেট ও চট্টগ্রাম অঞ্চল দিয়ে। ফলে দ্রুতই গরম খুব একটা কমবে না। তবে তাপমাত্রা আর বাড়বে না এটি বলা যায়। আবহাওয়া বিভাগ বলছে, বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত