ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে

ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে

নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২ লাখের বেশি পুলিশ সদস্য দিন-রাত আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে। কিন্তু পুলিশের সেবা শুধু আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়। সেটি তারা দেখিয়েছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে, ২০১৩ সাল ও পরবর্তী সময়ে করোনাকালে। বর্তমানে হিটওয়েভসহ যেকোনো দুর্যোগে জীবন বাজি রেখে জনসাধারণকে সেবা দিতে কুণ্ঠাবোধ করেননি তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ চেয়েছিলেন, আজকের বাংলাদেশ পুলিশ সেই পুলিশে পরিণত হয়েছে বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘জানমাল রক্ষায় যেমন পুলিশ প্রয়োজন, তেমনই জীবন সাজাতে প্রয়োজন হয় সংস্কৃতির। জীবন বাঁচাতে ও জীবন সাজাতে সব ক্ষেত্রে পুলিশের অবস্থান। সেই প্রতিজ্ঞা নিয়েই আজ আমাদের এই প্রতিযোগিতার আয়োজন।’ বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। নজরুলসংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত