রংপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে কাউনিয়ায় বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে উপজেলার কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি ও বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল আকসা আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা মো: শফিউল আজম।