রাজশাহীতে তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

অতি তীব্র তাপপ্রবাহ ও খরায় পুড়ছে রাজশাহী অঞ্চল। গতকাল শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। প্রখর সূর্যের উত্তপ্ত হয়ে উঠেছে রাস্তা-ঘাট ও ঘরবাড়ি। আগের দিন বৃহস্পতিবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শুক্রবার বিকাল ৩টায় মৌসুমের সর্বোচ্চ ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা অতি তীব্র তাপপ্রবাহ। সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র এবং ৪২ ডিগ্রির উপরে গেলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। চলতি মৌসুমের গত ১৭ এপ্রিল থেকে রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা বা তীব্র তাপপ্রবাহ চলছে। টানা ৯ দিন থেকে তীব্র তাপদাহের পর গতকাল শুক্রবার তা অতি তীব্র রূপ লাভ করে। এ অবস্থায় মানুষসহ প্রাণিকুল হাঁসফাঁস করছে। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যক্ষেক গাউসুজ্জামান জানান, চলতি মাসে রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে মে মাসের এক বা দুই তারিখে বৃষ্টি হতে পারে। এদিকে অতি তীব্র তাপপ্রবাহে মানুষ ও প্রাণিকুল চরম দুর্ভোগে রয়েছেন। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। খেটে খাওয়া মানুষ চরম কষ্ট করে কাজ করছেন। শিশুরা ডায়রিয়া, সর্দি-জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য প্রার্থনা করে অনুষ্ঠিত হয়েছে ইসতিসকার নামাজ। বৃষ্টির প্রার্থনা করে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো এ নামাজ আদায় করেন মুসল্লিরা।