লোডশেডিং অতিষ্ঠ রংপুর নগরবাসী

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আব্দুর রহমান মিন্টু, রংপুর

অসহনীয় গরম আর লোডশেডিংয়ে নাকাল রংপুর নগরবাসী। পাশাপাশি মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের জীবন।

মশক নিধনে রংপুর সিটি কর্পোরেশনের(রসিক)কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় অনেকেই মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। নগরবাসী বলছেন, সিটি কর্পোরেশনের উদাসীনতা আর নগরীর বিভিন্ন মাড়া মহল্লার ড্রেনগুলো পরিষ্কার না করার কারণে মশাবাহিত নানা রোগ দেখা দিয়েছে। জানা গেছে, ম্যালেরিয়া থেকে এই এলাকার মানুষকে বাঁচানোর জন্য ১৮৯০ সালে রাজা জনকী বল্লভ সেন ১৬ কিলোমিটার দীর্ঘ শ্যামা-সুন্দরী খাল খনন করেন। র্বর্তমানে খালটি ময়লা ও আর্বজনার ভাগাড়ে পরিণত হওয়ায় মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। খালটি সংস্কারের জন্য সরকার বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিলেও নগরবাসীর কোনো উপকারে আসছে না।