ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খুলনায় হাতপাখা-শরবত পেয়ে স্বস্তিতে শ্রমিকরা

খুলনায় হাতপাখা-শরবত পেয়ে স্বস্তিতে শ্রমিকরা

প্রচণ্ড তাপে গলে যাচ্ছে সড়কের পিচ, হিট স্ট্রোকে মারা যাচ্ছেন মানুষ। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। তাপদাহ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে রোগবালাইও বাড়ছে। গরম থেকে বাঁচতে নদী-খাল-বিল ও ডোবায় নামছে মানুষ, ঘটছে দুর্ঘটনা। সর্বত্র হাঁসফাঁস অবস্থা; এ অবস্থা থেকে বাঁচতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মানুষ। ঠিক সেই সময়ে খেটে খাওয়া মানুষকে একটু প্রশান্তি দিতে খুলনায় ছুটে চলছে সামাজিক সংগঠন ইদ্দিখার ফাউন্ডেশন। গতকাল শনিবার দুপুরে মহানগরীর ৭ নং ঘাটের দেড় শতাধিক শ্রমিকের মধ্যে হাতপাখা ও বোতলে শরবত তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এ সময় উপস্থিত ছিলেন ইদ্দিখার ফাউন্ডেশনের প্রধান ভলান্টিয়ার মো. বেলাল শিকদার ও স্বেচ্ছাসেবক মো. তরিকুল ইসলাম কাবির। পাতা ও শরবত পেয়ে খুশি ঘাট শ্রমিকরা। তারা বলেন, তীব্র রোদে আমরা নদীর বাঁধের নিচে বসে আছি, সে সময় আপনারা ঠান্ডা পানি হাতপাখা নিয়ে আসছেন। অনেক উপকার করছেন। আমাদের লেবারদের জন্য নিয়ে আসছেন আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আব্দুল্লাহ নামে এক শ্রমিক বলেন, গরমে খুব তৃষ্ণা লেগেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত