ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেরানীগঞ্জে পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ

কেরানীগঞ্জে পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে কোনাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদের অফিসে এ অভিযোগ দায়ের করেন কোনাখোলাস্থ সিএনজি অটোরিকশার চালকরা। অভিযোগ সূত্রে জানা যায়, ইন্সপেক্টর মো: ফজলুর রহমান প্রতিদিন কোনাখোলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে অটোরিকশা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত কাজে ঘোরাফেরা করেন। তার কাছে সিএনজির গ্যাস এবং ভাড়া চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সিএনজি চালকদের মারধর করেন এবং সিএনজিটিও ভাঙচুর করেন। এভাবে তিনি ৮ থেকে ১০ জন ড্রাইভারকে মারধর করেছেন এবং একাধিক সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছেন। সিএনজি অটোরিকশার চালকরা ইন্সপেক্টর ফজলুর রহমানের এসব কাজের প্রতিবাদ করলে তিনি তাদের মামলার ভয় দেখান। সিএনজি অটোরিকশার ড্রাইভার মো: সেলিম জানান, কোনাখোলা সিএনজি স্ট্যান্ড থেকে রাজধানীর মোহাম্মদপুর, আটি বাজার, আব্দুল্লাহপুর ও কদমতলী গোলচত্বর এলাকায় প্রতিদিন প্রায় অর্ধশত সিএনজি অটোরিকশা চলাচল করে থাকে। এই সিএনজি অটোরিকশা চালিয়ে তারা কোনো রকমে জীবিকানির্বাহ করে থাকেন। কিন্তু প্রতিদিন এই সিএনজি স্ট্যান্ড থেকে ইন্সপেক্টর ফজলুর রহমান নানা অজুহাতে ২/৩টি সিএনজি অটোরিকশা নিয়ে তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত