রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে রংপুর লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে রংপুর আদালত চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর আদালত চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো: নাজির। জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ মো: মিনহাজুর রহমানের স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ বিচারকবৃন্দ ও সেবাগ্রহীতারা। দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ছাড়াও আদালত চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।