সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মুনীর চৌধুরী

ভোগপ্রবণতা কমান, পরিবেশ বাঁচান

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত ‘পরিবেশ আইন মান্যতা : বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী গতকাল বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন ৯টা-৫টায় শুধু ফাইলে সীমাবদ্ধ নয়, নিজ অফিস ও বাসভবনে গাছ লাগানো, ছাদবাগান সৃষ্টি, নগরীতে বসবাসরত পাখিদের জন্য ছাদে বা বারান্দায় সামান্য খাবার ও পানি দেয়ার মাধ্যমে একটি প্রকৃতিবান্ধব বাংলাদেশ গড়ে তোলাও দায়িত্ব। তিনি আরো বলেন, কোনোভাবেই সনাতন পদ্ধতির ইটভাটা পরিবেশের জন্য নিরাপদ নয়। নদনদী-জলাশয়ে হাজার হাজার মেট্রিক টন পলিমাটি অব্যবহৃত পড়ে আছে, যা দিয়ে টেকসইভাবে প্রযুক্তিতে ভবন নির্মাণ নিশ্চিত করতে হবে। অতি ভোগের প্রবণতা কমিয়ে পরিমিত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। একজন সরকারি কর্মকর্তার জন্য কত সেট জামা প্রয়োজন? কেন আলমারি ভর্তি শত শত শার্ট, শাড়ি জমিয়ে রাখতে হবে? এসব পোশাক উৎপাদনে কি পরিমাণ রাসায়নিক ব্যবহৃত হয়ে বর্জ্যরে মাধ্যমে নদী ও জলাধারগুলো বিষাক্ত হয়ে পরিবেশের যে মারাত্মক বিপর্যয় ঘটছে, তা আমরা ভুলে যাচ্ছি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান জাদুঘরের পরিচালক মো: ওয়াহিদুল ইসলাম। পরে সেমিনারে আগত কর্মকর্তারা জাদুঘরের ভিবিন্ন গ্যালারি পরিদর্শন করেন।