কেরানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় ব্যবসায়ীর স্ত্রীরসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ব্যবসায়ীর বৃদ্ধ মা হোসনে আরা (৭৫), স্ত্রী শেফালী বেগম (৪০) ও মেয়ে জোবেদা আক্তার পাখি (২০)। এই ঘটনাটি ঘটেছে আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকায়। ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, তিনি দক্ষিণ কেরানীগঞ্জের রেল স্টেশনের চায়না প্রজেক্টে ইটবালু ও রডের ব্যবসা করেন। স্থানীয় ভূমি দস্যু ও চাঁদাবাজ চিহ্নিত একটি প্রভাবশালী চক্র রোববার তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদার টাকা না পেয়ে সকালে ওই চাঁদাবাজ চক্রটি তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় ওই চাঁদাবাজ চক্র তার ঘরের আলমারি থেকে নগদ ৫ লাখ ২৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান ব্যবহৃত পোশাক লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা ফ্রান্স প্রবাসী ছেলে শেখ সাদীকে হত্যার হুমকি দিয়ে যায়। এতে তার স্ত্রী শেফালী বেগম, বৃদ্ধ মা হোসনে আরা ও মেয়ে জোবেদা আক্তার পাখি হামলাকারীদের বাধা দিলে হামলাকারীরা তাদের বেদম মারপিট করে। এ ঘটনায় তারা তিনজনেই গুরুতর আহত হলে তাদের দ্রুত স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এ হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।