ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহী শিক্ষা বোর্ডের ব্যতিক্রমী উদ্যোগ

রাজশাহী শিক্ষা বোর্ডের ব্যতিক্রমী উদ্যোগ

রাজশাহী অঞ্চলজুড়ে ও সপ্তাহব্যাপী তীব্র দাবদাহ চলছে। এতে নিম্ন আয়ের মানুষের মধ্যে দিনমজুর, শ্রমিক ও রিকশাচালকের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র দাবদাহে দিশাহারা ও তৃষ্ণার্ত এসব মানুষের মধেঘ্য রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মে দিবস উপলক্ষ্যে খাবার স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। সেই লক্ষ্যে গত বুধবার সকাল ৮ থেকে দুপুর পর্যন্ত শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে সাধারণ মানুষ, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে খাবার স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি তুলে দিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ অলীউল আলম। মে দিবস উপলক্ষ্যে দিনব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে ১ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে সুপেয় পানি, একটি করে ক্যাপ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত