ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গুলশান মাঠে অবৈধ স্থাপনা তৈরি কার্যক্রম বন্ধের আহ্বান

গুলশান মাঠে অবৈধ স্থাপনা তৈরি কার্যক্রম বন্ধের আহ্বান

রাজধানীর গুলশান শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি মাঠ ও পার্কে অবৈধ স্থাপনা তৈরি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ। গতকাল শুক্রবার গুলশানে এক সমাবেশে বক্তারা এ দাবি জানান। শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি মাহবুবুল করিম বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি ইকবাল হাবিব, লেখিকা জেবুন্নাহার আনার কলি, মাঠের পরিকল্পনাকারী স্থপতি এম জাকিউল ইসলাম, বাপার সাধারণ সম্পাদক আলমগীল কবির, পবার সাধারণ সম্পাদক মেজবাহ সুমন, পরিবেশ ও আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, গ্রিনভয়েজের সহ-সভাপতি সুমন, পরিবেশবাদী ড. মাহবুবুর রহমান রকেট প্রমুখ। বক্তারা বলেন, সরকার শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি মাঠ ও পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু মাঠ ও পার্কে গুলশান ইয়ুথ ক্লাব নামে একটি প্রতিষ্ঠান বেআইনিভাবে অবকাঠামো নির্মাণ করে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম করে আসছে। বৃষ্টির পানি শোষণের জন্য রাখা উন্মুক্ত স্থানটি তারা ঢালাই দিয়ে বন্ধ করে ফুটবলের টার্ফ বানাচ্ছে। সবার জন্য উন্মুক্ত খেলার মাঠটি ঘেরাও করে শুধু ক্লাবের ক্রিকেট সদস্যদের জন্য সংরক্ষণ করে দিয়েছে। মাঠে শিশু, কিশোর, সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। বিদ্যমান মাঠ ও পার্ক আইন, পরিবেশ আইন, আদালতের ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে গুলশান ইয়ুথ ক্লাবের এ কাজ বেআইনি।

তারা বলেন, এটা কমিউনিটির মাঠ, এটাকে কোনোভাবে স্টেডিয়াম বা ক্লাবের কোচিং মাঠ বানানো যাবে না। এ মাঠকে সব খেলার জন্য উন্মুক্ত রাখতে হবে। যাতে শিশু-কিশোররা অবাধে প্রবেশ করে খেলতে পারে। পার্ক যেসব বেআইনি অবকাঠামো আছে তা সরাতে হবে। সবুজ মাঠ দখল করে কংক্রিটের কৃত্রিম ফুটবলের টার্ফ বানানো যাবে না। বক্তারা মাঠ ও পার্কে স্থাপিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাঠে শিশুসহ সব সাধারণ নাগরিকের প্রবেশ নিশ্চিত, মাঠের ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রণ করা, ক্লাব অপসারণ এবং মাঠের মূল ভবনের কক্ষগুলোতে লাইব্রেরি করার দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত