ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসান আজিজুল হক সাহিত্য উৎসব শুরু

হাসান আজিজুল হক সাহিত্য উৎসব শুরু

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ও ভারত থেকে শতাধিক কবি-সাহিত্যিকদের মিলনমেলার মধ্যদিয়ে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪’। গতকাল শুক্রবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস শাখার বঙ্গবন্ধু চেয়ার ও একুশে পদক জয়ী বিশিষ্ট লেখক প্রফেসর সনৎ কুমার সাহা। এরপর ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জী কর্তৃক ‘লেখক’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। এ সময় লেখক পরিষদের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। শুভেচ্ছা বক্তব্য দেন হাসান আজিজুল হক সাহিত্য উৎসব ২০২৪ সদস্য সচিব হাসনাত আমজাদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত