ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র বরিশাল বাসস্ট্যান্ড

তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র বরিশাল বাসস্ট্যান্ড

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল। গতকাল শনিবার তিনজন বাস শ্রমিককে মা?লিক সমিতির স্টাফ কর্তৃক মারধর করে তুলে নেয়ার জেরে শ্রমিকরা এ ঘটনা ঘটায়। এতে ঢাকা-বরিশাল মহসড়কের দূরপাল্লার যান চলাচল য়েক ঘণ্টা ব্যাহত হয়। তবে বন্ধ রয়েছে নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ রুটের যান চলাচল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের ইন্ধনে বাস টার্মিনালে এভাবে ভাঙচুর চালায় শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় নথুল্লাবাদ বাস টার্মিনালের মাদারিপুরগামী একটি লোকাল গাড়ি হর্ন দিচ্ছিল। এ সময় বাস মালিক সমিতির স্টাফ বাবাই এসে বাসটি সরাতে বলে। কিন্তু তা না শোনায় বাবাই এর লোকজন ড্রাইভারকে মারধর করে। ওই ঘটনা দুই শ্রমিক সৌরভ ও সাকিল শ্রমিক ভিডিও করতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য মেডিকেল নেয়ার পথে তুলে নিয়ে যাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই শ্রমিককে উদ্ধ রের দাবিতে শ্রমিকরা একজোট হয়ে বিক্ষোভ করে টার্মিনালের ভেতরে ও বাইরে। পরে শতাধিক শ্রমিক টার্মিনালের বাইরে থাকা মেয়র খোকনের ব্যানার এবং বাস মালিক সমিতির সভাপতি অসীম দেওয়ানের ছবি ছিড়ে ফেলে। এক পর্যায়ে টার্মিনালের ভেতরের আসবাবপত্র এবং মালিক সমিতির কার্যালয় ভাঙচুরের চেষ্টা চালায় শ্রমিকরা। এ সময় প্রতিপক্ষ শ্রমিক নেতা লিটন মোল্লা বাস টার্মিনালে অবস্থান নিয়ে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঘোষণা দেয় নিখোঁজকে খুঁজে না পাওয়া পর্যন্ত লোকাল কোনো বাস চলাচল করতে দেয়া হবে না। জেলা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি কাজী কবির বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থার নেয়া হবে। তবে নতুন কমিটিকে নাজেহাল করতে তুচ্ছ ঘটনা উস্কানি দেয়া হচ্ছে বলে অভিযোগ তার। এ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশের এডিসি মো: ফারুক বলেন, তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত