এমআইএসটি

শেষ হলো টেকনোলজিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজিবিষয়ক তিন দিনব্যাপী ষষ্ঠ সম্মেলন শেষ হয়েছে। গত শনিবার মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) এ সমাপনী অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন। এর আগে গত ২ মে এমআইএসটিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লে. জেনারেল ওয়াকার-উজ-জামান। মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, এমআইএসটি কনফারেন্সের চিফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামরিক ও বেসামরিক বিশিষ্টজন, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী এবং শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত এবং রঙিন করে তোলে। এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং জাপানের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকরা অংশগ্রহণ করেন। এ সম্মেলনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে একটি সার্বজনীন ক্ষেত্র তৈরি হয়েছে, যা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নব উদ্ভাবন ও টেকসই উন্নয়নের নতুন দ্বার উন্মোচনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়।