দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

ঋণখেলাপি ও খেলাপি ঋণের জামিনদার হওয়ায় জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনের দুইজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠেয় আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রার্থী রয়েছেন। গতকাল রোববার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের উপস্থিতিতে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সেখানে খেলাপি ঋণের জামিনদাতা হওয়ায় আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে ঋণখেলাপির অভিযোগে গৌরনদী উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো: হাবিবুর রহমানের মনোনয়নপত্রও বাতিল করা হয়।

আগৈলঝাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রি বলেন, আমার এক আপনজন ঋণের ২৮ হাজার টাকা খেলাপি। তার ঋণের জামিনদার হওয়ায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আদালতে আপিল করব। অপর প্রার্থী গৌরনদী উপজেলার মো: হাবিবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।