তাপপ্রবাহ ব্যবস্থাপনায়

রেড ক্রিসেন্টের জাতীয় কর্মশালা

প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তাপপ্রবাহ ব্যবস্থাপনাবিষয়ক জাতীয় কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। কর্মশালায় বাংলাদেশে তাপপ্রবাহের মাত্রা ও এর প্রভাব হ্রাসে করণীয়গুলো চিহ্নিত করাসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে তাপপ্রবাহ সম্পর্কিত অংশীজনদের কার্যক্রমকে আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। গতকাল রোববার রাজধানীর সিক্স সিজনস হোটেলে বিডিআরসিএস ও জার্মান রেডক্রসের সহযোগিতায় বিভিন্ন পর্যায়ের অংশীদারদের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা খুবই উদ্বেগজনক। চরম বিপদাপন্ন এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। প্রতিমন্ত্রী বলেন, তাপপ্রবাহকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিতে অন্তর্ভুক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর প্রভাব হ্রাস করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। এছাড়াও বাংলাদেশে তাপপ্রবাহের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সরকারের সহযোগী হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।