ভারি বৃষ্টিতে চট্টগ্রামের রাস্তায় জলজট

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চট্টগ্রামে নগরজুড়ে বজ্রপাত, ঝোড়ো বাতাসের সঙ্গে টানা দেড় ঘণ্টা ভারি বৃষ্টি হয়েছে। এর ফলে তৈরি হয়েছে জলজট। কর্মব্যস্ত দিন শেষে এমন বৃষ্টিতে নগরবাসী স্বস্তি পেলেও বিপাকে পড়েছেন পথচারী ও কর্মজীবী মানুষ। অনেকেই ঘণ্টাব্যাপী রাস্তার পাশে অপেক্ষা করছেন বৃষ্টি থামার জন্য। গতকাল বিকাল ৩টার পর থেকে বৃষ্টি শুরু হয় নগরের বিভিন্ন এলাকায়। এদিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎ নেই চট্টগ্রামের অধিকাংশ এলাকায়। সরেজমিন দেখা যায়, নগরের ইপিজেড, সল্টগোলা, বন্দর, নিমতলা, বারিক বিল্ডিং আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট, আগ্রাবাদ, জিইসি, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, নতুন ব্রিজ, চকবাজার, পাঁচলাইশ এলাকার বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের ফলে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জিইসি এলাকায় দেখা যায়, রাস্তার ধারের হকার ও পথচারীরা রাস্তার পাশের বিভিন্ন দোকান ও শপিংমলের সামনে কোনোমতে মাথা গুঁজেছেন। এ এলাকায় বিদ্যুৎ নেই প্রায় ২ ঘণ্টা ধরে। এছাড়া নগরীর চকবাজার, এনায়েতবাজার, লাভলেনসহ বিভিন্ন এলাকায়ও ২ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের জন্য আঙুলের চাপ দিতে এসেছেন বাঁশখালীর শাহেদুল হক। তিনি বলেন, এনআইডির জন্য আঙুলের চাপ দিতে এসেছি। বিদ্যুৎ না থাকায় কাজ করতে পারিনি। এনায়েত বাজার এলাকায় একটি দোকানে অবস্থান করছিলেন বেসরকারি চাকরিজীবী হুমায়ুন কবির। তিনি বলেন, অফিস শেষে বের হয়েছি। এখন বৃষ্টির জন্য বাসায় যেতে পারছি না। গত রোববার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।