উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের নিরাপত্তা ব্রিফিং

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ উপলক্ষ্যে নির্বাচনি এলাকার ভোট কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত অন্যান্য ডিউটিতে নিয়োজিত আরপিএমপি’র পুলিশ সদস্য ও আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মাহিগঞ্জ ও হারাগাছ থানা এলাকায় রংপুরের ২টি উপজেলার পীরগাছা ও কাউনিয়ায় মোট ৪১টি ভোটকেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আরপিএমপি’র ৫৫১ জন এবং আনসার-ভিডিপির ৪৯২ জন সদস্য ডিউটি পালন করবেন।