রংপুরে কৃষক উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

বাদামের জাত পরিচিতি, চাষাবাদ কলাকৌশল ও বোরো ধানের বীজ সংরক্ষণে কৃষক উদ্যোক্তা প্রশিক্ষণ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) রংপুর উপকেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়। গতকাল দিনব্যাপী সরকারের রাজস্ব খাতের অর্থায়নে এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বিনা মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিনা রংপুর উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন বিনা পরিচালক ডক্টর মো: আব্দুল কালাম আজাদ, রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ মো: বেলাল উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রিয়াজ উদ্দিন, সিটি করপোরেশনের কাউন্সিলর ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো: মকবুল হোসেন।