ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাছ কেটে সংসার চলে শেফালীদের

মাছ কেটে সংসার চলে শেফালীদের

রংপুর নগরীর আমাশু কুকরুল এলাকার বাসিন্দা শেফালী বেগম। প্রায় ১০ বছর ধরে রংপুরের সিটি মাছ বাজারে মাছ কাটার কাজ করছেন তিনি। তার ভাষায়, ‘হামার গরম আর বর্ষা নাই। হাতে করি, আর পেটে খাই। হামার কাজ না করি আর উপায় নাই বাহে। একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। এটে হামরা যারা মাছ কাটি, ওমারগুলার কারো কারো স্বামী নাই। ছাওয়া সন্তান নিয়্যা অনেক কষ্ট! একবেলা মাছ না কাটলে ভাত জুটে না। সকাল থাকি (থেকে) সন্ধ্যা পর্যন্ত যত কেজি মাছ কাটিবার পারি সেভাবেই হামার ইনকাম হয়।’ গতকাল দুপুরে রংপুর সিটি মাছের বাজার ঘুরে দেখা গেছে, সারি সারি নানা বয়সি নারীরা মাছ কেটে দিচ্ছেন। ভ্যাপসা গরমে যে বয়সে ফ্যান বা হাতপাখার বাতাসে গা জুড়ানোর কথা সেই বয়সে নিজে চলার পাশাপাশি অনেকে নিয়েছেন পরিবার চালানোর মতো গুরু দায়িত্ব। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাছ কেটে দিয়ে প্রতিদিন শেফালীর আয় হয় ৫০০-৬০০ টাকা। তা থেকে জায়গা ভাড়া, ইজারা, পানির বিল ও ময়লা পরিষ্কার বাবদ প্রায় ১০০ টাকা দিতে হয় বাজার কর্তৃপক্ষকে। শেফালী বেগমের মতো এই সিটি বাজারে প্রায় ৫০ জন নারী উনুনের খড় পোড়ানো ছাই আর ধারালো বঁটি দিয়ে মাছ কেটে জীবিকা নির্বাহ করেন। কথা হয় সিটি বাজারে মাছ কেটে জীবিকা নির্বাহ করা সংগ্রামী নারীদের অনেকের সঙ্গে।

তারা বলেন, এই বাজারের মাছ কাটা নারীদের অনেকই বিধবা, স্বামী পরিত্যক্তা, বয়স্ক কেউবা অভাবের সংসার চালাতে এ পেশায় এসেছেন। আর মাছ ভেদে প্রতি কেজির বিনিময়ে নেন ১০ থেকে ৫০ টাকা। ষাটোর্ধ্ব রাবেয়া বেগম নামের এক নারী বলেন, এই বাজারে মানুষের মাছ কেটে পরিবার চালানোর পাশাপাশি মেয়ের বিয়ে ও নাতি-নাতনির পড়াশোনা খরচ চালাচ্ছি। এ ছাড়া নিজের চিকিৎসার পাশাপাশি প্রতিদিনই ১০০ থেকে দেড়শ’ টাকার ওষুধও কিনতে হয়। প্রতিদিন যে আয় হয়, তা দিয়ে কোনোরকম চলছি। কিন্তু যদি স্থায়ী কোনো জায়গার ব্যবস্থা হত তাহলে আমাদের সবার জন্যই ভালো হত। পাশাপাশি এই যে প্রতিদিন ১০০ টাকার মতো দেওয়া লাগে সেটাও যদি মওকুফ করে দিত, তাহলে অনেকেরই সংসার আরো ভালোভাবে চলত। এ তীব্র গরমে শরীরের ঘাম আর পানিতে একাকার হয়ে মাছ কাটছেন ফরিদা বেগম। জানতে চাইলে তিনি বলেন, ‘যে গরম বাবা হামার কষ্ট দেখার কায়ো নাই। চেংড়ি বয়স হাতে স্বামী নাই। তখন থাকি এই বাজারে মাছ কাটাকাটি করি। মোর বাড়িঘর নাই, মাইনসের বাড়িত ভাড়া থাকো। এ্যটে সকালে আসি মাছ কাটি শুরু করি, যা টাকা পাই তা দিয়্যা জীবন চলছে। হামার কষ্টের বাকি দিনগুল্যাও এদোন (এমন) করি যাইবে বাহে।’ আরেক নারী নাম প্রকাশে অনীহা জানিয়ে বলেন, ‘এই ভ্যাপসা গরমোত বাঁচা দায় হয়া গেইছে। কিন্তু ছাওয়ার ঘরে কথা চিন্তা করি বাড়িত বসি না থাকি। সকালে আসি আর রাইতোত যাই। মাছ কুটিয়া, ধুইয়া দেই ১০-২০ করি কেজি, সারাদিনে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা পাই। এই টাকা দিয়্যা বাজার খরচ, ছাওয়ার পড়ালেখা, কিস্তি দিতে অনেকটা আগায়। স্বামী রিকশা চালায় একা হাতের উপার্জনে সংসার চলে না। হামার কষ্ট করারি কপাল, তাই গরম গায়ে নাগলেও পেটের কথা চিন্তা করি গরম টের না পাই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত