সিভিল এভিয়েশন একাডেমি

ICAO Trainair Plus Silver পদক লাভ

প্রকাশ : ০৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ICAO Trainair Plus Silver পদক লাভ করল সিভিল এভিয়েশন একাডেমি। ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় আয়োজিত সিম্পোজিয়ামের এক অনুষ্ঠানে ICAO-এর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল সিভিল এভিয়েশন একাডেমির প্রাপ্ত ICAO Trainer plus Silver পদক বেবিচকের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নিকট হস্তান্তর করেন।

গত ২৯ এপ্রিল হতে ২ মে ২০২৪ পর্যন্ত ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় ICAO Global Implementation Support Szmposium (GISS)- ২০২৪ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সিম্পোজিয়ামের প্রথম দিনে ICAO Trainair Plus সদস্যভুক্ত রাষ্ট্রের সিভিল চার দিনব্যাপী অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান (Air Vice Marshal M Mafidur Rahman) এর নেতৃত্বে সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন এয়ারকমডোর শাহ কাওছার আহমেদ চৌধুরী ও পরিচালক সিভিল এভিয়েশন একাডেমি প্রশান্ত কুমার চক্রবর্তী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এভিএম মফিদুর রহমান ২০১৯ সাল থেকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করছেন। COVID-১৯ মোকাবিলায় তার অসাধারণ ভূমিকার জন্য Channel ও, এভিএম মফিদ কে Bes t Frontliner-২০২০ সম্মাননা ও বাংলাদেশ Montor KZ…K Vanguard .. ভূষিত হন। Terminal-৩ নির্মাণে, এভিএম মফিদ এক অসাধারণ দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।