ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিভিল এভিয়েশন একাডেমি

ICAO Trainair Plus Silver পদক লাভ

ICAO Trainair Plus Silver পদক লাভ

ICAO Trainair Plus Silver পদক লাভ করল সিভিল এভিয়েশন একাডেমি। ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় আয়োজিত সিম্পোজিয়ামের এক অনুষ্ঠানে ICAO-এর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল সিভিল এভিয়েশন একাডেমির প্রাপ্ত ICAO Trainer plus Silver পদক বেবিচকের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নিকট হস্তান্তর করেন।

গত ২৯ এপ্রিল হতে ২ মে ২০২৪ পর্যন্ত ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় ICAO Global Implementation Support Szmposium (GISS)- ২০২৪ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সিম্পোজিয়ামের প্রথম দিনে ICAO Trainair Plus সদস্যভুক্ত রাষ্ট্রের সিভিল চার দিনব্যাপী অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান (Air Vice Marshal M Mafidur Rahman) এর নেতৃত্বে সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন এয়ারকমডোর শাহ কাওছার আহমেদ চৌধুরী ও পরিচালক সিভিল এভিয়েশন একাডেমি প্রশান্ত কুমার চক্রবর্তী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এভিএম মফিদুর রহমান ২০১৯ সাল থেকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করছেন। COVID-১৯ মোকাবিলায় তার অসাধারণ ভূমিকার জন্য Channel ও, এভিএম মফিদ কে Bes t Frontliner-২০২০ সম্মাননা ও বাংলাদেশ Montor KZ…K Vanguard .. ভূষিত হন। Terminal-৩ নির্মাণে, এভিএম মফিদ এক অসাধারণ দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত