ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিজ্ঞান জাদুঘরের ছাতা বিতরণ

বিজ্ঞান জাদুঘরের ছাতা বিতরণ

সাম্প্রতিক তীব্র দাবদাহ পরিস্থিতি বিবেচনা করে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে ছাতা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তারা গত ১ মে, ২০২৪ থেকে ঢাকাসহ চট্টগ্রাম, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর ও নরসিংদীর প্রত্যন্ত এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ছাতা বিতরণ করেছে। চীন থেকে আমদানিকৃত এ ছাতা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ছাতা বিতরণকালে পরিবেশ সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা ও পরিবেশসম্মত জীবনযাপন নিয়ে বিজ্ঞানবিষয়ক বক্তৃতারও আয়োজন করা হয়। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বিজ্ঞান জাদুঘর শুধু বিজ্ঞান চর্চা উদ্বুদ্ধকরণে নিয়োজিত নয়, শিক্ষার্থীদের প্রতি মানবিকতার নিদর্শন হিসেবে তীব্র দাবদাহ ও ঝড়বৃষ্টি থেকে সুরক্ষায় ছাতা বিতরণ করছে। শুধু ছাতা নয়, বিজ্ঞানের বইপত্র, জার্নাল, ম্যাগাজিন ও বিজ্ঞানসামগ্রী বিতরণ করেও জাতি গঠনে অবদান রাখছে বিজ্ঞান জাদুঘর।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত