ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল

একটি অ্যাম্বুলেন্স অনুদান পেল

একটি অ্যাম্বুলেন্স অনুদান পেল

গুলশান নিবাসী মরহুম লোকমান হোসেন এবং মরহুমা হুরুন্নেছা হোসেনের স্মৃতির উদ্দেশে পরিবারের পক্ষ থেকে তাদের সন্তান গত মঙ্গলবার ক্যান্সার রোগী এবং দরিদ্র রোগীদের সেবার মান বৃদ্ধি ও জরুরি স্বাস্থ্যসেবার জন্য আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মিরপুর কর্তৃপক্ষের কাছে অনানুষ্ঠানিকভাবে ১টি অ্যাম্বুুলেন্স হস্তান্তর করেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের সাবেক হেড অব রিসোর্স মবিলাইজেশন বিভাগে মো: আব্দুল হাই অত্যাধুনিক এই অ্যাম্বুুলেন্সটি মিরপুর ক্যান্সার হাসপাতালে অনুদান হিসেবে পেতে মূল ভূমিকা রাখেন। এ সময় আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মিরপুর-এর পরিচালক কাজী ফরহাদ আলভী, উপ-পরিচালক, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: সুব্রত মিস্ত্রী, আহ্ছানিয়া মিশনের প্রাক্তন হেড অব রিসোর্স মবিলাইজেশন এবং বর্তমানে আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ও ঢাকা আহ্ছানিয়া মিশন ইউকে-এর আজীবন সদস্য মো: আব্দুল হাই ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো: শাহজাহান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত