বেরোবিতে এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার সমাধিতে বেরোবি পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশন ও বেরোবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মরহুমের কবর জিয়ারত ও রুহের মগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে ড. এমএ ওয়াজেদ মিয়ার স্মরণে সংক্ষিপ্ত পদযাত্রা করা হয়। এ সময় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে ড. এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।