শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বাড়াতে বিইউপিতে কর্মশালা

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে হয়ে গেল ‘বিইউপি ন্যাশনাল রিসার্চ ওয়ার্কশপ এবং তৃতীয় জাতীয় গবেষণা প্রকল্প প্রতিযোগিতা-২০২৪’। বিইউপি’র রিসার্চ সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সমাপনী দিনে গতকাল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবারের জাতীয় গবেষণা প্রকল্প প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।