ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেরোবিতে সাইবার ক্রাইম ও মাদকাসক্তি রোধে সেমিনার

বেরোবিতে সাইবার ক্রাইম ও মাদকাসক্তি রোধে সেমিনার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সাইবার ক্রাইম ও মাদকাসক্তি রোধে সচেতনতামূলক সেমিনার গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর কেন্দ্রীয় পরীক্ষা হলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসিবুর রশীদ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। উপাচার্য বলেন, তথ্য প্রযুক্তির বর্তমান যুগে শিক্ষার্থীদের পড়ালেখা ও গবেষণার জন্য ইন্টারনেট ব্যবহার বেড়েছে। ইন্টারনেটের অবাধ বিচরণের পাশাপাশি সাইবার অপরাধের শিকার হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের আরো সচেতন হতে হবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান বিপিএমণ্ডবার, পিপিএমণ্ডবার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত