ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সি৪০ প্রতিনিধিদলের ঢাদসিকের ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন

সি৪০ প্রতিনিধিদলের ঢাদসিকের ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) আয়োজনে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছে সি৪০ সিটিজের প্রতিনিধিদল। সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটসের নেতৃত্বাধীন প্রতিনিধিদল গতকাল দুপুর ১২টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত কার্জন হল, ঢাকা ফটক ও লালবাগ কেল্লা পরিদর্শন করেন। এর আগে সি৪০ সিটিজ প্রতিনিধিদল সকাল সাড়ে ১১টায় নগর ভবনের মেয়র কার্যালয়ে আসেন। এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটসহ প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রতিনিধিদলকে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় করপোরেশন গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম এবং ঢাকাকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। জবাবে সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটস এসব উদ্যোগের প্রশংসা করেন। পরবর্তীতে প্রতিনিধিদল নগর ভবনের ছাদ থেকে ওসমানী উদ্যানসহ আশপাশের পরিবেশ অবলোকন ও করপোরেশনে স্থাপিত জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন এবং নগর ভবন প্রাঙ্গণে একটি সোনালু গাছের চারা রোপণ করেন। এরপরে রিকশাযোগে প্রতিনিধিদল কার্জন হলে যান এবং সেখান থেকে ঘোড়ার গাড়িযোগে ঢাকা ফটক পরিদর্শনে যান। সেখান থেকে প্রতিনিধিদল লালবাগ কেল্লা পরিদর্শনে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত