জেন্ডার বাজেটে বরাদ্দ সংকট রয়ে গেছে

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জেন্ডার বাজেট বরাদ্দ থাকলেও সামাজিক কারণে নারীরা সেই প্রাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। নারী উদ্যোক্তাদের উত্তরাধিকার আইনের কারণে নারীদের সম্পদের মালিকানা না থাকায় কোনো ঋণ পেতে যে গ্যারান্টি দিতে হয় সেটাতে ব্যর্থ হন। এর ফলে বরাদ্দ থাকলেও নারীরা ঋণ পেতে ব্যর্থ হন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বাজেট ২০২৪-২৫: নারী সমাজের প্রত্যাশা’ শিরোনামে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর এ মন্তব্য করেন। এজন্য জেন্ডার বাজেটের কার্যকর বণ্টন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। মূল বক্তব্যে ড. সায়মা হক বিদিশা বলেন, সরকার জেন্ডারবান্ধব বাজেট করলেও বাস্তব অগ্রগতি নিয়ে উল্লেখযোগ্য কোনো পর্যালোচনা বা সমীক্ষা পাওয়া যায় না। পর্যবেক্ষণের অভাবে বাজেটে বরাদ্দের কতটুকু নারীর জীবনের কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলো, সে বিষয়েও কোনো তথ্য-উপাত্ত নেই।