ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বশেমুরকৃবিতে থিসিস প্রশিক্ষণ অনুষ্ঠিত

বশেমুরকৃবিতে থিসিস প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে সফলতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) গতকাল ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণটি ড. এমএ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারের ভার্চুয়াল ল্যাবে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, আইকিউএসি পরিচালক ও অত্র প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো. মোতাহার হোসেন এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. দীনেশ চন্দ্র সাহা। দিনব্যাপী এমএস পর্যায়ের ৭০ জন শিক্ষার্থী নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষকবৃন্দ যাদের মধ্যে ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ প্রধান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত