স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় কোনো ছাড় হবে না

ভূমিমন্ত্রী

প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে। একটা পরিবার হিসেবে সবাই সুষ্ঠুভাবে ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। যাতে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত হয়। গতকাল ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনাবিষয়ক এক সেমিনারে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, জনসাধারণকে আরো দায়িত্বশীল হতে হবে। তারা অধিকার বঞ্চিত হলে আমরা দেখব। তবে কেউ গোপনে টাকা দিয়ে এসব কাজ করাবেন না। আমরা প্রচারের জন্য পরিকল্পনা নিচ্ছি। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা হবে। এরপরও কেউ না জানলে এটা আমাদের দায়িত্ব থাকবে না। যদি ত্রুটির কথা বলেন, সব জায়গায়ই কিছুটা ত্রুটি রয়েছে। তবে কে কতটা এটাকে কলুষিত করবে তা নির্ভর করবে ভোক্তাদের আন্তরিকতার ওপর। তিনি বলেন, আমরা চাই একটি ফ্রেশ ভূমি ব্যবস্থাপনা নিয়ে আসতে। আমরা চেষ্টা করছি। তবুও কিছুটা রয়ে যাবে। তবে মামলা অনেক কমে যাবে।