নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির দায়ে জরিমানা

প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. জে. সোহেল গতকাল বুধবার দুপুরে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমসম্পন্ন করেন। এ সময় বিএসটিআই-এর প্রতিনিধির উপস্থিতিতে ওই ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রং উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৮,০০,০০০/- (আটচল্লিশ লাখ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। প্যাটেলকো কোম্পানি লিমিটেড’কে নগদণ্ড ১০,০০,০০০/- (দশ লাখ) টাকা, ২। সিরাজ ট্রেডিং’কে নগদণ্ড৩,০০,০০০/- (তিন লাখ) টাকা, ৩। ইউনিলাইক প্রডাক্টস্ লিমিটেড’কে নগদণ্ড৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকা, ৪। কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদণ্ড৪,০০,০০০/- (চার লাখ) টাকা, ৫। ইউনাইটেড ইলেকট্রিকাল এক্সেসরিজ’কে নগদণ্ড৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৬। আলিফ পেইন্টস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদণ্ড২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৭। বিআইডব্লউি এন্ড মায়ের দোয়া সোলার পাওয়ার’কে নগদণ্ড৩,০০,০০০/- (তিন লাখ) টাকা, ৮। গৌরনদী পেইন্টস’কে নগদণ্ড২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৯। ম্যাক্স এনাজি ইন্টারন্যাশনাল’কে নগদণ্ড৪,০০,০০০/- (চার লাখ) টাকা ও ১০। ইভানা ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজ’কে নগদণ্ড৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকা ১১। কোয়ালিটি ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদণ্ড ৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া প্যাটেলকো কোম্পানি লিমিটেড এর ১০ জন ব্যক্তিকে নগদণ্ড ১০,০০,০০০/- (দশ লাখ) টাকা জরিমানা প্রদান করেন, জরিমানা প্রদানে ব্যর্থ হওয়ায় তাদেরকে ১ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল পণ্য-সামগ্রী এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রং উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।