সিলেট-ময়মনসিংহ দিয়ে শুরু হবে কালবৈশাখি

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলমান তাপপ্রবাহের অবসান ঘটিয়ে সিলেট এবং ময়মনসিংহ বিভাগ দিয়ে কালবৈশাখি ও বজ্রসহ বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানায় সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে না। আগামীকাল শনিবার থেকে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হবে। এরপর কালবৈশাখি এবং বজ্রসহ বৃষ্টি সিলেট এবং ময়মনসিংহ বিভাগ দিয়ে শুরু হবে। আর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার। মো. আব্দুর রহমান খান বলেন, আগামী ২২ বা ২৩ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এদিকে সকাল ৯টায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে— অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।