অপরাজিতা নেটওয়ার্কগুলো টেকসইকরণে কর্মশালা

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

বিভিন্ন পর্যায়ের অপরাজিতা নেটওয়ার্কগুলো টেকসইকরণে কর্মশালা রংপুরের একটি হোটেলে জেলা অপরাজিতা নেটওয়ার্কের আয়োজন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রংপুর বিভাগের ৩টি জেলার ১০টি উপজেলার ৯৫টি ইউনিয়নের ১০৯টি অপরাজিতা নেটওয়ার্ক অংশগ্রহণে রংপুর ক্লাস্টারের অধীনে বিভিন্ন পর্যায়ের নেটওয়ার্কের ২৫ জন অপরাজিতা অংশগ্রহণ করে। কর্মশালায় অপরাজিতা নেটওয়ার্কগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অপরাজিতা নেটওয়ার্কগুলোর মূলনীতি নেটওয়ার্কগুলোর কাজ, রংপুর বিভাগের অপরাজিতার অবস্থান, প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়গুলো সম্পর্কে দলীয় কাজের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়। এ কর্মশালায় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, প্রকল্প সমন্বয়কারী ফিরোজ নুরুন্নবী যুগল, রংপুরের অপরাজিতা ডাক্তার সমর্পিতা তানিয়া, মনজু শ্রী সাহা, ফাতেমা ইয়াসমিন ইরা হক, নীলফামারীর অপরাজিতা মাসুদা আক্তার মিনি, বেগম লাইলি কাদের, দিনাজপুরের অপরাজিতা জেসমিন আক্তার রিভা ও জাকিয়া সুলতানা চন্দন প্রমুখ।